নেত্রকোনার কলমাকান্দায় ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংগ্রামী মুসলিম তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে এসে শেষ হয়।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন -  মাওলানা আবুল হাসেম , মাওলানা উসমান গনি, মাওলানা আলী উসমান যুক্তিবাদী, মাওলানা মোস্তাফা কামাল, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মো. শামীম খন্দকার, শেখ আবু সাঈদ ও মোশতাক খান প্রমুখ।বক্তারা বলেন, খুনি হাসিনা ভারতে বসে অসাম্প্রদায়িক বাংলাদেশকে সাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত করতে যে পাঁয়তারা করছে তা হতে দিবো না। ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে তারা বলেন যে সাধারণ হিন্দু আর ইসকন দু’টি আলাদা বিষয়। আমাদের সরলমনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে।তাদের এই জঙ্গি কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি