বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে পৌর শহরের ছোটবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে শনিবার দুপুরে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা শাখার নেতৃবৃন্দসহ ১০টি উপজেলার সভাপতি সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীদের উপস্থিতিতে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার আহবায়ক সত্যেন্দ্র পালের সভাপতিত্বে এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা জেলা শাখা সদস্য সচিব শ্যামল ভৌমিকের সঞ্চলানায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ক্যলাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান খগেন্দ্রনাথ তালুকদার।
প্রধান বক্তা ছিলেন,মানিক তালুকদার,সহকারী সচিব বাংলাদেশ বিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, কেন্দ্রীয় কমিটি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নেত্রকোনা জেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণে ফ্রন্ট নেত্রকোনা জেলা শাখার যুগ্ম আহবায়ক রিপন দত্ত,যুগ্ম আহবায়ক রাধারমন সাহা, যুগ্ম আহবায়ক স্নেহাশীষ সরকার শ্যামল, যুগ্ম আহবায়ক প্রীয়তোষ সরকার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ। এ সময় দলীয় নেতৃবৃন্দ তাদের মতামত ব্যাক্ত করেন এবং দলের পরিক্ষিত ও নিবেদিত প্রাণ সঠিক ব্যক্তিদের হাতে দলীয় নেতৃত্ব তুলে দেয়ার আহবান জানান।