নেত্রকোনার সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের ধলার কান্দা গ্রামের ধনারখাল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিক মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার (২৩ মে ২০২৫) বেলা ১১টায় নেত্রকোনার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ বিভাগীয় কমিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক মোঃ শামীম তালুকদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব বারহাট্টা উপজেলা শাখার আহ্বায়ক, প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদ। মানববন্ধনে প্রধান বক্তাসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ সাংবাদিক মহিউদ্দিন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ঘটনার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। উল্লেখ্য, আহত সাংবাদিক মহিউদ্দিন তালুকদার বর্তমানে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ঘটনার পরপরই নেত্রকোনা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।