নেপালের সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা।

তাতে পুড়ে মৃত্যু হয়েছে তাঁর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকরের। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এসব প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার কাঠমান্ডুর দালু এলাকায় তাঁর বাড়িতে আগুন দিলে তিনি মারা যান।

এনডিটিভি বলছে, ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। দেশজুড়ে জেন-জিদের নেতৃত্বে চলা বিক্ষোভের জেরে আজ মঙ্গলবার তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এর মধ্যেই বিক্ষোভকারীরা ভাইসেপাটিতে এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

আগুন ধরিয়ে দেওয়া হয় সাবেক প্রধানমন্ত্রী ঝালানাথ খানালের বাড়িতে। এ সময় ওই বাড়ির ভেতরে আটকে পড়েন তাঁর স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। আগুনে দগ্ধ হন তিনি, দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু চিকিৎসার সময় তিনি মারা যান। 
  
এদিকে, নেপালে উত্তেজিত জনতার হাতে মার খেয়েছেন সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা এবং তাঁর স্ত্রী আরজু রানা দেউবা। আরজু বর্তমানে নেপাল সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দুজনকেই রক্তাক্ত অবস্থায় দেখা যায়। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ভবনে আগুন জ্বলছে। ধোঁয়া বেরোচ্ছে ওই ভবন থেকে। ভবনের প্রাঙ্গণে প্রচুর মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যেই রক্তাক্ত অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। 

দেউবার পোশাকে রক্তের ছোপ দেখা গিয়েছে। তাঁদের ধরাধরি করে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যক্তি। স্থানীয় সংবাদমাধ্যমগুলো দাবি করা হচ্ছে, উত্তেজিত জনতার হাতে মার খেয়েছেন দম্পতি।