নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘বিশ্ব মেধাসম্পদ দিবস-২০২৫’ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (২৭ এপ্রিল) নোবিপ্রবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও সেমিনারের আয়োজন করা হয়।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় ‘ইন্টেলেকচুয়াল প্রোপার্টি রাইটস: প্রোটেকটিং ইনোভেশন ইন এ গ্লোবাল ইকোনমি’ শীর্ষক সেমিনার।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।
উপ-উপাচার্য ড. রেজওয়ানুল হক বলেন,

“মেধাস্বত্ব অর্জনের প্রক্রিয়া সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা জরুরি। আমাদের গবেষণার ফল মাঠ পর্যায়ে পৌঁছাতে হবে এবং তা পেটেন্ট করে বিশ্ববিদ্যালয় ও ব্যক্তির সম্মান বাড়াতে হবে। এটি বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মোঃ আবদুল কাইয়ুম মাসুদসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকমণ্ডলী।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামিম আহমেদ দেওয়ান।
আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এসপিকিউএ ডিভিশনের অতিরিক্ত পরিচালক আকরাম আলী খান এবং প্যাটেন্টস, ডিজাইন্স অ্যান্ড ট্রেড মার্কস বিভাগের সহকারী পরিচালক মো. বেলাল হোসেন।

সেমিনারের সঞ্চালনায় ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জনাব জি এম রাকিবুল ইসলাম।


অনুষ্ঠানে নোবিপ্রবির বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাংবাদিকবৃন্দ অংশ নেন।