নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সঙ্গে তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের (Alanya Alaaddin Keykubat University) মধ্যে একটি দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ১৪ এপ্রিল ২০২৫, তুরস্কের আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে উভয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল এবং আলানিয়া আলাদিন কেকুবাত বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রেক্টর অধ্যাপক ড. কেনান আহমেত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির ইন্টারন্যাশনাল কোলাবোরেশান ও কো-অপারেশন সেন্টারের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রোকনুজ্জামান সিদ্দিকী এবং স্বাগতিক বিশ্ববিদ্যালয়ের তিনজন ভাইস রেক্টরসহ বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ।
চুক্তি অনুযায়ী, ইরাসমাস মোবিলিটি প্রোগ্রামের আওতায় কৃষি, ট্যুরিজম, বায়োটেকনোলজি, ফুড প্রসেসিং এবং রিনিউবল এনার্জি–এই পাঁচটি খাতে একাডেমিক এক্সচেঞ্জ, শিক্ষক ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম, কর্মকর্তাদের প্রশিক্ষণ এবং যৌথ গবেষণা ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ তৈরি হবে।
উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা আগামী দিনে আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।