তুরস্কের ইস্তানবুল টিকারেট বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “Building Bangladesh 2.0 in the Spirit of July Revolution” শীর্ষক “1st International Conference on Bangladesh Studies”-এ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

আগামী ১৯ ও ২০ এপ্রিল ২০২৫ দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কের দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, নীতিনির্ধারক ও বিশ্লেষকগণ অংশগ্রহণ করবেন। সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন, সংস্কৃতি, ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্কসহ বিভিন্ন দিক আলোচনায় উঠে আসবে।

এ সম্মেলনে অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল-এর উপস্থিতি শুধু নোবিপ্রবির পক্ষ থেকেই নয়, বরং বাংলাদেশের উচ্চশিক্ষা ও বৈশ্বিক পার্টনারশিপ প্রসারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। সম্মেলন উপলক্ষে দুই দেশের শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের সম্ভাবনা তৈরি হয়েছে।

নোবিপ্রবির আন্তর্জাতিকায়ন এবং বৈশ্বিক সংযোগ বৃদ্ধির ধারাবাহিকতায় এই অংশগ্রহণ একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। উপাচার্যের এ সফর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গবেষক ও ফ্যাকাল্টি এক্সচেঞ্জসহ যৌথ গবেষণা কার্যক্রমের নতুন সুযোগ তৈরি করতে পারে।