নোয়াখালীর বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রীকে চলন্ত সিএনজিতে হেনস্তার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নাজিরপুর এলাকার রাজুর ছেলে রবিন (২০) ও আলাইয়াপুর ইউনিয়নের শহীদুল ইসলামের ছেলে আরাফাত হোসেন অন্তর (২৩)।

র‌্যাব জানায়, গত ১২ মার্চ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ইফতার মাহফিল শেষে সিএনজি যোগে বাসায় ফিরছিলেন ওই ছাত্রী। কিন্তু পথে সিএনজিতে থাকা কয়েকজন পুরুষ ছাত্রীকে হেনস্তা করতে থাকেন। শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি তার চোখে রাসায়নিক দ্রব্য লাগিয়ে দেয়। এসময় তারা ছাত্রীর ব্যাগ থেকে টাকা, একটি এটিএম কার্ড ও একটি মোবাইল নিয়ে যায়। পরে ওই ছাত্রীকে একলাশপুর বাজারের উত্তর পাশের একটি নির্জনস্থানে নিয়ে সিএনজি নামিয়ে দেয়। এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা সিএনজি নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী বাদি হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।