পবিত্র এই দিনটি উদ্যাপন উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় ভাবগাম্ভীর্যের সাথে জশনে জুলুস বের করা হয়। এই উপলক্ষে, পদুয়া দায়রা শরিফ থেকে সৈয়দ আব্দুল মোদাচ্ছের হোসাইনী, মাসুক চিশতীর নেতৃত্বে জশনে জুলুস বের করে নোয়াখালীর ঐতিহ্যবাহী শাহ মোহায়মেন কমপ্লেক্স। এ শোভাযাত্রায় রাসূল (সাঃ) প্রেমিক অসংখ্য ধর্মপ্রান মুসলমান অংশ নেন। দিনটিতে ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা রাখেন। তাঁরা বেশি বেশি দরুদ পাঠ, কোরআন শরিফ তিলাওয়াত, দান-খয়রাতসহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন।
পবিত্র দিনটি উপলক্ষে পদুয়া দায়রা শরিফের উদ্যোগে গত শুক্রবার ঈদে মিলাদুন্নবীর শানে মিলাদ ও রাসুল (সা.)-এর জীবনী আলোচনা করা হয়। সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কুরাইশ বংশে ৫৭০ খ্রিষ্টাব্দের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিষ্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।