বিশেষ সংবাদদাতা (নোয়াখালী) নোয়াখালীর সোনাইমুড়ীতে আল আমিন ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে ধন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় ধন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাপুর আলী আকবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আরজুমান্দ বানুর সভাপতিত্বে ও আনিসুর রহমান খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাপুর আলী আকবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূসরাত সুলতানা, সিনিয়র শিক্ষক মোঃ শাহজাহান, আল আমিন ইসলামী ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা শহীদুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মিজানুর রহমান ইমন, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক জিএম মাহমুদুল হাসান হামিদী, মেড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুর রহিম, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোহাম্মদ উল্যাহ খন্দকার, ধন্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য ইমরোজ উদ্দিন তুষার, বিশিষ্ট সমাজসেবক নিজাম উদ্দিন জাপানী, ব্যাবসায়ী কামাল হোসেন, নূরুল হক, ছায়েদুল হক আর্মী, নূর হোসেন খন্দকার, মাজহারুল ইসলাম পিন্টু, হাফেজ রাকিব হাসান রাফি সহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।