নোয়াখালীর বেগমগঞ্জে বিএনপির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারকারি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অভিযোগে ছয়ানী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ সভা ও দল থেকে বহিস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। বুধবার বিকেলে ছয়ানী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ প্রতিবাদ সমাবেশ হয়।

ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বেগমগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক কামাল উদ্দিন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার মিন্টু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন  সাইয়দির সঞ্চালনায় এসময় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর নেতৃত্বে বেগমগঞ্জে বিএনপির ঐক্যবদ্ধ এবং সবাই আগামী নির্বাচনের প্রস্তুত নিচ্ছে । এসময় সময়ে দলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারাকারী ও বিভ্রান্তি ছড়ানো সাথে জড়িতকে দ্রুত সময়ে  দল  থেকে বহিস্কারের দাবি জানান।
পরে  ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নিজাম উদ্দিন চৌধুরীকে দল থেকে বহিস্কারের দাবিতে ছয়ানী বাজারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এসে শেষ হয়।