নোয়াখালীর সোনাইমুড়ীতে ডাঃ মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের উদ্যোগে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ২ হাজার ইমাম-মোয়াজ্জেন পেলেন ফাউন্ডেশনের ঈদ উপহার।
রবিবার (২৩ মার্চ) সকালে দেওটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সম্মলনে নোয়াখালীর চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ২ হাজার ইমাম-মোয়াজ্জেন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এম এইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, এম এইচ গ্লোবাল গ্রুপের চেয়ারম্যান ও ধর্মীয় আলোচক ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ব্যারিস্টার নজরুল ইসলাম, ধর্মীয় আলোচক নুরুল করিম বেলালী, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং গ্রুপের চিফ এক্সিকিউটিভ অফিসার গোলাম মুর্তজা, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা এবং গ্রুপের চিফ কমার্শিয়াল অফিসার জহিরুল ইসলাম, আল হাদিস এন্ড ইসলামি স্টাডিজ বিভাগের চেয়ারম্যান পিএইচডি গবেষক, ধামরাই শরিফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক মোহাম্মদ গোলাম মাওলা।
মহসিন উদ্দিন আশিকের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ সভাপতি ডাঃ মোস্তাফিজুর রহমান সহ সংগঠনের স্বেচ্ছাসেবক, সমাজের সন্মানিত ব্যাক্তিবর্গ, চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনবৃন্দ।
পরে ইমাম ও মোয়াজ্জেনদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়।