নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয়

নোয়াখালীর সোনাইমুড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ি-ঘরে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয়।
শনিবার (১০ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার নদনা ইউনিয়নের দক্ষিণ শাকতলা ও উত্তর কালুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যায় নদনা উত্তর বাজারে দক্ষিণ শাকতলা গ্রামের সামির সাথে উত্তর শাকতলা গ্রামের রাসেল ও সাগরের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে সামির মোবাইল ও টাকা নিয়ে যায় প্রতিপক্ষরা। এরপর রাত ৮টার দিকে দক্ষিণ শাকতলা গ্রামের জাসিন নদনা উত্তর বাজারে নাস্তা করতে গেলে উত্তর শাকতলা গ্রামের কালা মিয়ার নেতৃত্বে একটি গ্রুপ তার উপর হামলা চালায়। এসব ঘটনায় দক্ষিণ শাকতলা গ্রামের লোকজন প্রতিবাদ করলে এরই জের ধরে পুনরায় রাত ১১ টার দিকে উত্তর শাকতলা গ্রামের কালা মিয়া, রাসেল, সাগর, রাকিব, ঝন্টু, সবুজ, রকিসহ একটি গ্রুপ একত্রিত হয়ে উত্তর কালুয়াই গ্রামের মন্তাজ মিয়ার নতুন বাড়ির প্রবাসী স্বপনের বাড়ি-ঘর ভাংচুর করে, দক্ষিণ শাকতলা গ্রামের আবু তাহের, ইব্রাহিম, কামাল, মোস্তফা, মোখলেস, হোসনেয়ারার বাড়ির টিনের বাউন্ডারি ও মামুনের দোকানে হামলা চালিয়ে ভাংচুর করে বলে ভুক্তভোগীরা জানায়।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন দীর্ঘদিন থেকে এই দুই গ্রামের লোকজন তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা সেখানকার লোকাল জনপ্রতিনিধিদের থানায় তলব করেছি। এ বিষয়ে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।