নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেলসহ প্রায় ১৬ লক্ষ টাকা লুট হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
শনিবার (২২ ফেব্রুয়ারী) রাত আনুমানিক আড়াইটার দিকে নাটেশ্বর গ্রামের সালাউদ্দিন কন্ট্রাক্টর এর বাড়িতে এ ঘটনা ঘটেছে। রবিবার দুপুরে মোঃ সালাউদ্দিন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫/৬ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল মুখোশধারী ডাকাত তাদের বসত ঘরের প্রধান ফটক ভেঙে প্রবেশ করে ভুক্তভোগী সালাউদ্দিন ও তার স্ত্রী, সন্তানদের হাত-পা বেঁধে মারধর করে নগদ ১০ লাখ ১৭ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ২দুটি মোবাইল, মোটরসাইকেল-১ টি সহ মোট প্রায় ১৬ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।
পরে তাদের আত্মচিৎকার আশেপাশের লোকজন এগিয়ে আসলে ডাকাত দল পালিয়ে যায় জানান বলে জানান এলাকাবাসী।
স্থানীয়রা আহতরদের উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় সোনাইমুড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান ভুক্তভোগী সালাউদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযোগ তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।