নোয়াখালীর সুবর্ণচরে ২০২০ সালে সংঘটিত এক নৃশংস হত্যা মামলার রায় ঘোষনা হয় আজ। জেলা ও দায়রা জজ নীলুফার সুলতানা হত্যাকান্ডের রায়ে ৭ আসামীকে মৃত্যুদন্ড প্রদান করেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা সকলে নিহতের সন্তান ও নিকটাত্মীয়। জেলা ও দায়রা জজ আদালতের পিপি গুলজার আহমেদ জানান ২০২০ সালের ৭ অক্টোবর সুবর্ণচরের জাহাজমারা ইউনিয়নে আসামী হুমায়ন কবির অন্যদের সহায়তায় পরিকল্পিতভাবে সৎ মা নুরজাহান বেগমকে হত্যা করে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে লুকিয়ে রাখে। পুলিশ প্রায় ১ সপ্তাহ অভিযান চালিয়ে ৫ টুকরো মৃতদেহ উদ্ধার করে। হত্যাকান্ডের পর হুমায়ন কবির বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামী করে মামলা করে। পরবর্তীতে পুলিশের তদন্তে হত্যাকান্ডে বাদীর সংশ্লিষ্টতা বেরিয়ে আসে এবং পুলিশ বাদী হয়ে অন্য একটি মামলা দায়ের করে।