উক্ত সংবর্ধনা কবিরহাট জিরো পয়েন্টে স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়, ও কিছু চলমান উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে, কবিরহাট উপজেলায় অবস্থিত, নোয়াখালী সদর আসনের সংসদ সদস্য জনাব একরামুল করিম চৌধুরীর বাসবভনে অনুষ্ঠিত হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে,প্রধান অতিথির বক্তব্যে, বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই।
সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করবো, ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে অনেক কিছু দিয়েছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমি যখন অসুস্থ ছিলাম তখন এক মাস আমার কোনো হুশ ছিল না। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে মৃত্যু থেকে ফিরে এসেছি। টানা ১৪ বছর ধরে আমি মন্ত্রী। টানা তিনবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আপনাদের দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনেক কিছু দিয়েছেন।
এ সময় সদর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী,উপজেলা চেয়ারম্যান শিউলি,কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান আওয়ামী লীগের সভাপতি এইচএম খাইরুল আনম কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি,বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা, ও ইস্কান্দার মির্জা শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে সকালে নিজ বাড়িতে বাবা-মায়ের কবর জিয়ারত করেন ওবায়দুল কাদের। এ সময় কোম্পানীগঞ্জ জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সাধারণ সম্পাদক হওয়ার পর তাঁর নির্বাচনী এলকায় এই প্রথম এসেছেন। তাঁকে পেয়ে নেতা কর্মীরাও উচ্ছ্বসিত।