কেন্দ্র ঘোষিত দেশ ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) চলমান আন্দোলনের কর্মসুচীর অংশ হিসেবে নোয়াখালী কবিরহাট উপজেলা বিএনপি’র আহ্বানে, জ্বালানি, সার, চাল সহ পরিবহন খাতে মুল্য বৃদ্ধি,ও নেতাকর্মীদের উপর হামলা গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  গত (২৪ আগষ্ট) কবিরহাট উপজেলা বিএনপি কবিরহাট মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে কবিরহাট  উপজেলা  সভাপতি মঞ্জু এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা বিএনপি’র আহবায়ক গোলাম হায়দার বিএসসি,  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখের জাহাঙ্গীর হোসেন সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ্ব। এ সময় বক্তাদের সরকার বিরোধী বিভিন্ন বক্তৃতা দিতে দেখা যায়।

বিক্ষোভ সমাবেশ দুপুর দুই ঘটিকায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে সমাবেশ পন্ড হওয়ার আশংকা তৈরি হয়। দুপুর তিন ঘটিকার পর, বৃষ্টি কিছুটা কমে আসলে, তা উপেক্ষা করে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মিরা মিছিল নিয়ে সভাস্থলে উপস্থিত হওয়া শুরু করলে,গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে নির্ধারিত সময়ের একঘন্টা পরে সমাবেশ অনুষ্ঠিত হয়,  বৃষ্টির কারণে মাঠ কাদামাক্ত হলেও নেতাকর্মীরা তা উপেক্ষা করে সভাস্থলে অবস্থান নেয় । সভায় বক্তারা দ্রব্য মুল্যের উর্ধগতি ও বিদ্যুতের অব্যহত লোড শেডিং এ উদ্বেগ প্রকাশ করে বলেন এ সরকার দেশ পরিচালনায় ব্যর্থ । তারা ক্ষমতায় টিকে থাকতে বিরোধী মতে নেতা কর্মিদের হত্যা ও মামলা দিয়ে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছেন । বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে।