বিশেষ সংবাদদাতা (নোয়াখালী) সোনাইমুড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া পুরুষ্কার বিতরণ করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেনের সভাপতিত্বে শিক্ষক নাসির উদ্দিনের সঞ্চালনায় অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব, নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহুল আমিন ডিগ্রি কলেজের সভাপতি দিদার হোসেন, সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মাসুদুল আলম ফরহাদ, নদনা আদর্শ শিশু নিকেতনের ব্যাবস্থাপনা পরিচালক আবুল মনসুর সেলিম, পৌরসভার সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন।
বক্তব্য রাখেন সোনাইমুড়ী প্রেসক্লাব সভাপতি বেলাল হোছাইন ভূঁইয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী গোলাম ফারুক টুটন।
এ সময় উপস্থিত বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা।