গত মঙ্গলবার (৩০ই জানুয়ারী) সকাল আনুমানিক ০৭টার সময় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলাধীন পূর্ব এওজবালিয়া এলাকার একটি বেদে পল্লীতে অভিযান পরিচালনা করে ২জন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে ৩৫০০ পিস ইয়াবা সহ আটক করেন।

গত মঙ্গলবার (৩০ই জানুয়ারী) সকাল আনুমানিক ০৭টার সময় নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলাধীন পূর্ব এওজবালিয়া এলাকার একটি বেদে পল্লীতে অভিযান পরিচালনা করে ২জন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ীকে ৩৫০০ পিস ইয়াবা সহ আটক করেন।

আটককৃত আসামীরা হলো নোয়াখালী জেলার সুধারাম (সদর) থানাধীন ৮নং এওজবালিয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড এর বেদে পল্লী শাহজাহান সরদার বাড়ীর মৃত খবির উদ্দিন এর ছেলে-মোঃ জাকির হোসেন খান (৫৫) এবং তার ছেলে মোঃ বাদশা খান (৩৪)তথ্য সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার জেলা হতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করিয়া নোয়াখালী জেলায় মাদক ব্যবসা করিয়া পরিচালনা করিয়া আসিতেছে। সে সুবাধে মঙ্গলবার ভোরে আসামী জাকির হোসেন তাহার ছেলে বাদশার মাধ্যমে তাহাদের নিজ বাড়ীতে (বেদে পল্লীতে) মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটের একটি বড় চালান আসার সংবাদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদ্প্তর আসামীদের বাড়ীতে অভিযান পরিচালনা করে। এইসময় আসামীদের দেখানো মতে তাহাদের নিজ বসত-ঘর হইতে ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সুধারাম (সদর) মডেল থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী।