ঢাকা জেলার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দক্ষিণ আন্তা মাদবর বাড়ি জামে মসজিদে দোহার উপজেলা সমিতি ইউএসএ ইন্ ক -এর উদ্যোগে এক বর্ণাঢ্য ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দোহার উপজেলা সমিতি ইউএসএ ইন্ ক-এর সভাপতি দুলাল বেহুদু এবং প্রচার সম্পাদক আক্তার হোসেন বিপ্লবের সার্বিক ব্যবস্থাপনায় মাহফিলটি আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে মাহফিলটি ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে আয়োজকদের পক্ষ থেকে প্রচার সম্পাদক আক্তার হোসেন বিপ্লব বলেন, "আমি দীর্ঘদিন পর দেশে ফিরে সমাজের সকলকে একত্রিত করে একটি ইফতার মাহফিল আয়োজনের পরিকল্পনা করি। সেই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন সম্পন্ন হয়েছে। পাশাপাশি, মসজিদের উন্নয়নের জন্যও কাজ করছি এবং ভবিষ্যতেও করে যাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।"
ইফতার মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদ কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাহফিলটি অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয় এবং ধর্মীয় মূল্যবোধকে কেন্দ্র করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।