দেশের প্রতিটি কোনায় কোনায় চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর সাধারণ শিক্ষার্থীরা আজ নয় দফা দাবিতে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়।গত ১৮ই জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকা সত্ত্বেও মিরপুর সেনানিবাস এলাকায় এবং বিইউপির ছাত্র হলে পুলিশ এবং সশস্ত্র ছাত্রলীগের যৌথ আক্রমণ হয়।

কোটা সংস্কার আন্দোলন পরবর্তী ছাত্র-জনতার মহাবিপ্লবে এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। ১৬ বছরের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে দেশের নানান শ্রেণী পেশার মানুষের দাবি দাওয়ায়।

দেশের প্রতিটি কোনায় কোনায় চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) এর সাধারণ শিক্ষার্থীরা আজ নয় দফা দাবিতে তাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়।গত ১৮ই জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থাকা সত্ত্বেও মিরপুর সেনানিবাস এলাকায় এবং বিইউপির ছাত্র হলে পুলিশ এবং সশস্ত্র ছাত্রলীগের যৌথ আক্রমণ হয়।

বিইউপির সাধারণ শিক্ষার্থীরা এর সুষ্ঠু বিচার এবং সুস্পষ্ট জবাবের দাবি জানায়। এছাড়াও অন্যান্য সাধারণ বিশ্ববিদ্যালয়ের মতো সেমিস্টার ফি নির্ধারণ, সাধারণ শিক্ষার্থীদের মতামত প্রকাশের জন্য শিক্ষার্থীদের কর্তৃক নির্বাচিত কমিটি,কোটার যৌক্তিক পুনবিবেচনা, বিশ্ববিদ্যালয়ের সকল আর্থিক হিসাব ওয়েবসাইটে প্রকাশ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করে। সাধারণ শিক্ষার্থীরা ৩ কার্যদিবসের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার দাবি জানায়, অন্যথায় ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের দাবিগুলো নীতিগতভাবে সমর্থন করে এবং আগামী ৪ কার্যদিবসের মধ্যে এ ব্যাপারে অগ্রগতি জানানো হবে বলে আশ্বস্ত করা হয়।