পঞ্চগড়ে 'সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সভাকক্ষে ওই সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়

পঞ্চগড়ে 'সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের সভাকক্ষে ওই সেমিনারের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক রেহেনা আকতার। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ দাশের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারটান পীরগঞ্জ রংপুর আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞা কর্মকর্তা ও প্রধান কৃষিবিদ ড. মো. ছাদেকুল ইসলাম। সেমিনারে জেলা পর্যায়ের পদস্থ কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।