সাত দফা দাবিতে কেন্দ্রীয় সমিতি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ইট ভাটায় মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুর বন্ধের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দেয়া হয়েছে। বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরের জেলা বিভিন্ন উপজেলার ভাটা মালিক ও শ্রমিকরা পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জড়ো হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। এ সময় জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি ও বোদা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সফিউল্লাহ সুফি, সাধারণ সম্পাদক শাহীন ইসলামসহ ভাটা মালিক ও শ্রমিকরা বক্তব্য দেন। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।