সারাদেশের মত পঞ্চগড়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এক শিশুর মূখে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম সেলিম। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবুসহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পৌরসভাসহ এক লাখ ৬১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।