সারাদেশের মত পঞ্চগড়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সারাদেশের মত পঞ্চগড়েও শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন।  শনিবার সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে এক শিশুর মূখে ভিটামিন এ ক্যাপসুল দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব মো. রফিকুল ইসলাম সেলিম। এ সময় পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী, সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আফরোজা বেগম, জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান শাহ লাবুসহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় পৌরসভাসহ এক লাখ ৬১ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।