পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আটক আহত নীলগাইটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে আটক আহত নীলগাইটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। তারকাটার বেড়া পেরিযে আসার সময দুই পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পাওয়ায় সেখানেই চিকিৎসা দিচ্ছে পঞ্চগড় প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা। সুস্থ হওয়ার পর নীলগাইটিকে উর্ধতন কতৃপক্ষের সীদ্ধান্ত অনুযায়ী অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা।
বন বিভাগ ও এলাকাবাসীরা জানিয়েছে, রোববার সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকার পাড়া গ্রামের একটি ভূট্টা ক্ষেতে নীলগাইটি দেখতে পায মরিচ তুলতে যাওয়া শ্রমিকরা। বিষয়টি জানাজানি হলে পঞ্চগড় বন বিভাগে কবর দেযা হয়। দুপুরে বন বিভাগের কর্মীরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে আসে। নীলগাইটির পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। দুই পা এর ক্ষুরায় পচন ধরেছে। ঠিকমত দাড়িয়ে থাকতে পারছে না। বন বিভাগে আনার পর প্রাণিসম্পদ কর্মীরা চিকিৎসা দিচ্ছে। সরকার পাড়া গ্রামের জয়নুল হক জানান, আমার ভূট্টা ক্ষেতে নীলগাইটি লুকিয়ে ছিল। আহত হওয়ায় কারণে বাইরে বের হতে পারছিল না। রোববার সকালে ভূট্টা ক্ষেত থেকে বের হওয়ার চেষ্টা করলে মরিচ তোলা শ্রমিকরা দেখতে পেয়ে আমাকে খবর দেয়।  সেখানে গিয়ে আমি বন বিভাগে খবর দেই। তারা এসে ভ্যানে করে নীলগাইটি নিয়ে যায়। 
পঞ্চগড় এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ জানান, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করে নিয়ে এসেছি। কাটাতারের বেড়ার ফাক গলিয়ে আসার সময পা এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে উর্ধতন কতৃপক্ষের নির্দেশনা অনুযায়ী যেখানে পাঠানোর কথা সেখানে পাঠানো হবে।