কলাপাড়ায় উল্টো রথ টানার মধ্য দিয়ে ভক্তির আবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা শেষ হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল সাড়ে ৩টায় বৃষ্টিকে উপেক্ষা করে পৌর শহরের জগন্নাথ নাট মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে চিংগড়িয়া হয়ে আবার মন্দির প্রাঙ্গণে ফিরে আসে।
শোভাযাত্রায় অংশ নেন নারী-পুরুষসহ নানা বয়সী ভক্তবৃন্দ।ঢাক, কাঁসর, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর ছিল পুরো এলাকা।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই তিথিতে জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজ আশ্রমে ফেরেন, আর সেই উপলক্ষেই অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা।প্রতিবছর হাজারো ভক্ত এই উৎসবে অংশ নেয়।
চিংগড়িয়া এলাকার ভক্ত সম্রাট কর্মকার বলেন, ‘প্রতি বছর এ উৎসবকে ঘিরে এলাকাজুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়।এটি শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য।’
আখড়াবাড়ি এলাকার সমুদ্র চন্দ্র হাওলাদার বলেন, ‘বৃষ্টির মধ্যেও রথ টানতে পারাটা সত্যিই পরম সৌভাগ্যের বিষয়।রথের রশি ধরার সঙ্গে সঙ্গে মনে এক ধরনের শান্তি আর আনন্দ কাজ করে।’শ্রী শ্রী জগন্নাথ নাট মন্দিরের সভাপতি টিঙ্কু মুখার্জী বলেন, ‘ভক্তদের অংশগ্রহণে এবারের আয়োজন ছিল অত্যন্ত সফল ও শান্তিপূর্ণ।বিশ্ব শান্তি এবং মানুষের কল্যাণ কামনায় এই রথযাত্রা অনুষ্ঠিত হয়।’
উৎসবকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর টহল ছিল।
কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘রথযাত্রা উপলক্ষে শহরে পর্যাপ্ত পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হয়েছে।’