পটুয়াখালী শহরের লেকপাড়ে এক কলেজ শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাই করতে গিয়ে গণপিটুনির শিকার হন তরিকুল ইসলাম রাহাত নামে এক যুবক। গণপিটুনির হাত থেকে বাঁচতে তিনি নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে পালিয়ে যান।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ২০২৫) সন্ধ্যায় পটুয়াখালী শহরের লেকপাড় সড়কে এ ঘটনা ঘটে। কলেজ শিক্ষার্থী রেদোয়ান রহমান সুরবীন তার চাচার বাসা থেকে টাকা নিয়ে বাসায় ফিরছিলেন। এ সময় তরিকুল ইসলাম রাহাত তার পথরোধ করে গলায় চায়নিজ কুঠার ঠেকিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতাই করে।

সুরবীনের চিৎকার শুনে আশপাশের মানুষ ছুটে এলে স্থানীয়রা তরিকুলকে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনি চলাকালে তিনি নিজেকে ছাত্রদল নেতা বলে পরিচয় দিলে উত্তেজিত জনতা তাকে ছেড়ে দেয়, এরপর তিনি দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দারা জানান, তরিকুল ইসলাম রাহাত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি মান্নানের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত। তিনি দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। ছিনতাইয়ের সময় তার সঙ্গে একটি নারী সহযোগীও ছিল, যিনি সাধারণত মানুষের সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা মোস্তাফিজুর রহমান সুজন পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়, তরিকুল ইসলাম রাহাত ও তার সহযোগীরা চাইনিজ কুঠার ঠেকিয়ে তার ছেলের কাছ থেকে মোবাইল ফোন ও ৯ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ জানান, ছিনতাইয়ের অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় পটুয়াখালী শহরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।