শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর ওপর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি অ্যাম্বুলেন্স মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সেতুর ৩০ নম্বর পিলারের কাছে দ্রুতগতির একটি বাস পেছন থেকে ধাক্কা দিলে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ভেতরে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি শিবচরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ইলিশ পরিবহনের একটি বাস অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে সজোরে ধাক্কা দেয়। ভয়াবহ ধাক্কার ফলে অ্যাম্বুলেন্সের পেছনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়, যার ফলে গাড়ির ভেতরে থাকা পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেতু কর্তৃপক্ষের পেট্রোল টিম ও স্থানীয়রা আহতদের উদ্ধার করেন। পরে তাদের চিকিৎসার জন্য শিবচরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নকিব আকরাম হোসেন জানান, “আমরা খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যাই। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা সম্ভব হয়নি, তবে তারা চিকিৎসাধীন আছেন।”