মানিকগঞ্জ সদরে ব্লু বার্ড চাইজিজ রেস্টুরেন্টে মোহাম্মদী ইসলামের নেতৃত্বপ্রদানকারী মহামানব অধ্যাপক ডঃ ইমাম কুদরত এ খোদার পরামর্শক্রমে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মানিকগঞ্জ দেওয়ানবাগীর দল অনুষ্ঠানটি আয়োজন করে। প্রধান বক্তা ছিলেন, হযরাতুল আল্লাম ইমরান হোসেন মাজহারী। এসময় আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সমন্বয়ক আশেকে রাসূল রুবেল হোসেন ও আশেকে রাসূল হযরত আলীসহ বিভিন্ন দরবারের পীর মাশায়েক এবং শাহ দেওয়ানবাগীর ভক্তবৃন্দরা। হযরত মোহাম্মদ (সাঃ) এর উপর মিলাদ কিয়ামের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয়। আলোচকরা হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনাদর্শ,তাঁর গুনগান এবং বিভিন্ন অলৌকিক কারামত তুলে ধরে। "সৃষ্টির কুলের শ্রেষ্ঠ ঈদ দয়াল রাসূল পাক (সাঃ) এর শুভ জন্ম ঈদ" স্লোগান দিয়ে কেক কাটা হয়।

প্রধান বক্তা ইমরান হোসেন মাজহারী বলেন, ঈদে মিলাদুন্নবী (সাঃ) সৃষ্টি জগতের জন্য মহা নেয়ামত ও রহমত। মহান আল্লাহ পবিত্র কুরআন শরীফের সূরা ইউনুসের ৫৮ নং আয়াতে বলেন, "হে হাবিব আপনি বলুন! আল্লাহর নেয়ামত ও রহমত পাওয়ার কারণে যেনো তারা খুশি প্রকাশ করে, যা তাদের যাবতীয় বস্তু হতে উত্তম।"   মহান আল্লাহর নেয়ামত ও রহমতই হলো আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ (সাঃ)। তাই তো আল্লাহ পবিত্র কুরআন শরীফের সূরা আম্বিয়া ১০৭ নং আয়াতে বলেন, "আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরুপ প্রেরণ করেছি।"

 যেহেতু মহান আল্লাহ হযরত মোহাম্মদ (সাঃ) কে পাওয়ার জন্য যাবতীয় বস্তু হতে খুশি হতে বলছেন। তাই আমরা হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ জন্মদিন মহা ধুমধামের সহিত পালন করে থাকি। এটাই আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঈদ। হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্ম ঈদ পালন করলে আল্লাহর পক্ষ থেকে মহা নেয়ামত ও রহমত নাযিল হয়। আলোচনা শেষে মোনাজাত করে তাবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।