পবিত্র মাহে রামাদান উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে অর্থসহ কুরআন বিতরণ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতীবান্ধা কলেজ সাংগঠনিক থানা শাখা। তারিখ:১৪ ই মার্চ রোজ শুক্রবার। উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব রাশেদুল ইসলাম লিজু সেক্রেটারি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখা।

বিশেষ অতিথি বৃন্দ: জনাব, আরিফুল ইসলাম আরিফ সাবেক জেলা সেক্রেটারি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিহাট জেলা শাখা। 
জনাব সাইফুল ইসলাম সজীব সাহিত্য সম্পাদক,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা শাখা।
জনাব শাহিদুল আলম নিরো সহকারী সেক্রেটারি,বাংলাদেশ জামায়াত ইসলামী হাতীবান্ধা উপজেলা শাখা।
সভাপতিত্ব করেন: জনাব আতিকুল ইসলাম আতিক সভাপতি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতীবান্ধা কলেজ সাংগঠনিক থানা শাখা।
উক্ত প্রোগ্রামের সঞ্চালক ছিলেন: জনাব আরিফুজ্জামান আরিফ সেক্রেটারি,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাতীবান্ধা কলেজ সাংগঠনিক থানা শাখা।