গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় পানিতে ডুবে আবিদ (৭) ও লাবিব (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ মে) বিকাল তিনটার দিকে পলাশবাড়ী পৌর শহরের বৈরী হরিণমারী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবিদ বৈরী হরিণমারী গ্রামের শফিকুল ইসলামের ছেলে এবং লাবিব আব্দুল আজিজ মিয়ার ছেলে। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানান, লাবিব মিয়া প্রায় দুই বছর থেকে বৈরী হরিণমারী নানার বাড়িতে থাকে। তার বাবা মা দুজনই ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। লাবিব আর আবিদ সকালে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে সৃষ্ট জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল। একপর্যায়ে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে দুপুরে তারা বাড়িতে না ফেরায় স্বজনরা খুঁজতে থাকে। খোঁজাখুঁজির একপর্যায়ে বেলা তিনটার দিকে জলাশয় থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হবে।