এ বছরের প্রতিপাদ্য ছিল— “কর্মই জীবন: প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবক্কর সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুব সমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তি ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা নিজেদের কর্মজীবনে আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবে।
আলোচনা শেষে নির্বাচিত যুবকদের হাতে প্রশিক্ষণ সনদপত্র এবং যুব ঋণের চেক প্রদান করেন অতিথিরা।
অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর, পলাশ-এর সহযোগিতায়।