১৪৩২ বাংলা বর্ষবরণ উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের পক্ষ থেকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনার রতন কুমার অধিকারী ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইদুল ইসলাম স্যারদের সাথে এক সৌজন্য সাক্ষাত করা হয়। পদাধিকার বলে গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের উপদেষ্টা হিসেবে নির্বাহী কর্মকর্তা মহোদয় কে পরিষদের গঠন তন্ত্র দেওয়া হয়।
উক্ত সাক্ষাতে জনার রতন কুমার অধিকারী বলেন যে এলাকার উন্নয়নে, সমাজের মানুষের মঙ্গলের জন্য এই উপজেলার জন্য সব সময় আমি নিবেদিত। পাশাপাশি আরো বলেন যে, আমি নিজে ও একজন চাকরিজীবী তাই আমি এই পেশাজীবী পরিষদের একজন সদস্য বলে পরিষদের সবাইকে স্বাগত জানান।
উক্ত সাক্ষাতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আহবায়ক জনাব, নাসির উদ্দিন, সদস্য সচিব মো: বিলাল উদ্দিন, সদস্য মোঃ সুলেমান আহমদ, কবির। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও সাবেক চেয়ারম্যান এম এ, রহিম এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী।