রাজবাড়ীর পাংশায় এক বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রাজবাড়ীর পাংশায় এক বিকাশ ব্যবসায়ীকে পিটিয়ে প্রায় লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বকশীপুর গ্রামের টুকুু মিয়ার বাড়ীর সামনে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম শাজাহান আলী অরফে টোকন। 
টোকন উপজেলার বাহাদুরপুর কালিতলা বাজারের বিকাশ ব্যবসায়ী। তিনি উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর গ্রামের সামাদ আলীর ছেলে। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 
আহত টোকন জানান, রাতে দোকান বন্ধ করে মোটরসাইকেল যোগে বাড়ীর উদ্দেশে রওনা হলে পথে ৫-৬ জন লোক এসে আমার গতি রোধ করে। আমি কোন কিছু বুঝে উঠার আগেই তাদের হাতে থাকা দেশীয় লাঠিসোঠা দিয়ে আমাকে মারপিট করে এবং আমার কাছে থাকা প্রায় এক লাখ টাকা ছিনিয়ে নেয়। আমি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসে। এ সময় ছিনতাইকারীরা তাদের একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। 
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, এ ঘটনায় একটি মোটরসাইকের উদ্ধার করা হয়েছে। ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিকটিমের স্বজনরা থানায় এজাহার দিতে এসেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।