ঘটনাটি ঘটেছে আজ ৮ আগস্ট (শুক্রবার)সকালে রাজবাড়ীর পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের বিল সারিন্দা গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৯টা ২০ মিনিট থেকে ১০টার মধ্যে যেকোনো সময়ে সোহাগ মন্ডল তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রীকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। তালা দিয়ে বন্ধ থাকা ঘরের টিনের দরজা খুলতে গেলে তিনি অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে বাড়ির লোকজন এসে দেখতে পায়, সোহাগ মাটিতে লুটিয়ে পড়েছেন। তারা দ্রুত মিটারের মূল লাইন বন্ধ করে দিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।