পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের দায়ের কোপে আকবর মোড়ল ও রেজাউলকে গুরুতর ভাবে জখম করার অভিযোগ পাওয়া গেছে। আকবরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলেও প্রতিপক্ষ আয়ুব ফকির গংদের বাঁধার মুখে রেজাউল'কে উদ্ধার করা সম্ভব হয়নি এমন আভিযোগ করলেন আহত আকবরের স্ত্রী আমেনা বেগম। থানার ওসি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ঘটনাটি হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া গ্রামে।