পাইকগাছায় পারিবারিক যাতায়াতের রাস্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের হাতাহাতিতে এক বৃদ্ধা নারী আহত হয়েছে। গত ইং- ৪ জুলাই শুক্রবার বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নে দক্ষিণপাড়া নামক স্থানে এ ঘটনাটি ঘটে। আহত বৃদ্ধা হাদু বিবি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
সরজমিন ঘুরে প্রাপ্ত তথ্য সূত্রে জানা গেছে, গত ইং- ১০ মে উপজেলার রাড়ুলী ইউনিয়নের দক্ষিণপাড়ার মোঃ দবির উদ্দিন সরদারের ছেলে মোঃ সামাদ সরদার সাথে প্রতিবেশী কপিল উদ্দিন সরদারের ছেলে মোঃ জালাল সরদার এর যৌথ পুকুরের পানি ছেঁচা কে কেন্দ্র করে মনোমালিন্যর সৃষ্টি হয়। এ ঘটনার জেরে জালাল সরদার জোর পূর্বক পারিবারিক যাতায়াতের রাস্তাটি ঘেরা-বেড়া দিয়ে আটকিয়ে দেয়। উল্লেখ্য, রাস্তাটি সামাদ ও জালাল উভয়ে যৌথভাবে করেছিলো।
এদিকে পুকুরের পানি ছেঁচার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোর পূর্বক পারিবারিক রাস্তাটি জালাল সরদার ঘেরা-বেড়া দিয়ে আটকিয়ে দেওয়ায় বিপাকে পড়েন সামাদ সরদার।এ ঘটনা পরবর্তী উপায়ান্তর না পেয়ে সামাদ সরদার পারিবারিক রাস্তা উন্মুক্ত করার লক্ষে থানায় একটি অভিযোগ করেন৷
তাছাড়া অভিযোগ পরবর্তী স্থানীয়ভাবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে মসজিদে আপোষ মিমাংসার মাধ্যমে পারিবারিক যাতায়াতের রাস্তাটি উন্মুক্ত করার লক্ষে মাপজোপ করার সিদ্ধান্ত হয়।
এবং ক্যাম্প পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে উভয় পক্ষকে জমি মাপজোপ এর কথা বলেন। সে মোতাবেক রাস্তা সহ পারিবারিক জমি ৫ বার মাপজোপ করা হয়। এবং মাপে পারিবারিক রাস্তা বাদেও সামাদ সরদারের আরও জমি পাওনা থাকে বলে জানা যায়। এর পরও রাস্তাটি উন্মুক্ত করতে নারাজ হয় জালাল সরদার।
সর্বশেষ গত ইং- ৪ জুলাই শুক্রবার আসর নামাজ শেষে এলাকার লোকজন কে সামনে রেখে সামাদ সরদার ঘেরা-বেড়া তুলে রাস্তা উন্মুক্ত করতে গেলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় জালাল সরদারের মা আহত হয়। তাছাড়া শনিবার ৫ জুলাই গভীর রাতে জালালের ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। তবে স্থানীয় একাধিক লোকের অভিমত, এটা সামাদ সরদারকে ফাঁসানোর পায়তারা করা হচ্ছে।
এ বিষয় রাড়ুলী ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির আহমেদ, এ রাস্তার বিষয় নিয়ে দু'বার বসাবসি করলে কেউ মানতে চায় না।
রাড়ুলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর স্থানীয় মসজিদের ইমাম হাফেজ তৌহিদুজ্জামান জানান, পারিবারিক এ যৌথ রাস্তাটি জালাল সরদার প্রায় দেড় মাস যাবৎ ঘেরা-বেড়া আটকানোর ফলে সামাদ সরদারদের যাতায়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয় জমি মাপজোপ এর আমিন মোঃ আবুল হোসেন বলেন, সামাদ ও জালাল সরদারের পারিবারিক জমি ৪/৫ বার মাপজোপ করা হয়েছে। মাপে সামাদ সরদারের ভাগে পারিবারিক রাস্তাটির সম্পুর্ণ অংশ পড়েছে। তবুও জালাল সরদার খামখেয়ালি ভাবে রাস্তা ছাড়তে চাচ্ছে না।
পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।