চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৮০ হাজার মার্কিন ডলার জব্দ।

বুধবার (৩ আগস্ট) বেলা ১১টায় দামুড়হুদা উপজেলার ফুলবাড়ি সীমান্তের ৮৫ নং পিলারের বাংলাদেশ অংশ থেকে এসব ডলার উদ্ধার করা হয়। তবে এ সময় পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বুধবার বিকেল ৪টায় ৬ বিজিবির সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে ডলারের একটি বড় চালান সীমান্ত পার হবে- এমন গোপন তথ্যের ভিত্তিতে ফুলবাড়ি সীমান্তে বিশেষ অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানে একটি ব্যাগ বহনকারীকে সন্দেহ হলে তাকে ধাওয়া করা হয়। এ সময় ওই ব্যক্তি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে ৮ ব্যান্ডেল ডলার জব্দ করা হয়। জব্দকৃত ৮ ব্যান্ডেলে মোট ৮০ হাজার ইউএস ডলার পাওয়া যায়। 

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, ডলার উদ্ধারের ঘটনায় দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ডলারের চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিলো।