পাবনার সুজানগর উপজেলায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক মানবিক ঘটনা ঘটেছে

পাবনার সুজানগর উপজেলায় অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় এক মানবিক ঘটনা ঘটেছে। ভুল কেন্দ্রে এসে পড়েছিল এক পরীক্ষার্থী, কিন্তু স্থানীয় সহযোগিতায় এবং মর্নিং পোস্ট প্রতিনিধির তৎপরতায় সে ঠিক সময়েই পরীক্ষায় অংশ নিতে পেরেছে। ঘটনাটি ঘটে ১০ এপ্রিল সকাল বেলায়। পোড়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের একজন পরীক্ষার্থী তার নির্ধারিত কেন্দ্র সুজানগর শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, এর পরিবর্তে ভুল করে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চলে আসে। তখন পরীক্ষার মাত্র ২০ মিনিট বাকি ছিল। সময় মর্নিং পোস্ট পত্রিকার সুজানগর উপজেলা প্রতিনিধি ওই কেন্দ্রে উপস্থিত ছিলেন। বিষয়টি তার দৃষ্টিগোচর হলে, তাৎক্ষণিকভাবে তিনি স্থানীয় এক সহযোগী ব্যক্তির সহায়তায় পরীক্ষার্থীকে দ্রুত তার সঠিক কেন্দ্রে পৌঁছে দেন। এই মানবিক প্রচেষ্টার ফলে পরীক্ষার্থী নির্ধারিত সময়েই পরীক্ষায় অংশ নিতে সক্ষম হয়। ঘটনাটি স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে, এবং এতে বোঝা যায় সচেতনতা ও সহানুভূতির মাধ্যমে কেমন অসাধারণ উদাহরণ তৈরি করা যায়।