পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবিতে নিখোঁজ হওয়া হৃদয় (২৫) ও তার স্ত্রী’র লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি চৌকস ডুবুরি দল। তিনি স্ত্রীসহ শুক্রবার ৪ এপ্রিল বিকেল ৪টার দিকে সাতবাড়ীয়া এলাকায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে আসেন। নৌকায় আরও অনেক পর্যটক ছিলেন। তবে ধারণক্ষমতার তুলনায় বেশি যাত্রী থাকায় নদীর মাঝপথে নৌকাটি ভারসাম্য হারিয়ে ডুবে যায়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকা ডুবির সময় অন্য যাত্রীদের অনেককে স্থানীয়রা উদ্ধার করতে সক্ষম হলেও হৃদয় ও তার স্ত্রী পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন। বিষয়টি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানানো হলে, তারা রাতভর তল্লাশি চালায়। অবশেষে, শনিবার ৫ এপ্রিল সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল সাতবাড়ীয়া পদ্মা নদীর একটি স্থানে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরিবারে নেমে আসে বিষাদের কালো ছায়া। প্রশাসনের পক্ষ থেকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় এলাকায় গভীর শোক এবং সহানুভূতির পরিবেশ বিরাজ করছে।