ফুলপুর থানার আয়োজনে  ওপেন হাইজ ডে অনুষ্ঠিত হয়েছে। রবিবার( ৬ এপ্রিল ২০২৫) ফুলপুর থানা কনফারেন্স রুমে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
এতে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হাদীর  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার  কাজী আখতার উল আলম।বিশেষ অতিথি ফুলপুর উপজেলা বিএনপি'র আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুয়া, মাদক, চোরাচালান বন্ধে প্রশাসন ইতিমধ্যে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। তিনি এ ব্যাপারে সকলের ঐকান্তিক সহযোগীতা কামনা করেন।ওপেন হাইজ ডে-তে আরো বক্তব্য রাখেন, গণ্যমান্য ব্যক্তি সহ সাংবাদিক নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন, সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক আমিনুল হক,জামায়াতের আমির গোলাম কিবরিয়া, যুগ্ন আহবায়ক এমদাদ হোসেন খান,সিরাজুল ইসলাম, চেয়ারম্যান রুকনুজ্জামান,প্রমুখ।