এলাকাবাসী বলেন লাশটি ফুলে গিয়েছে তারপরও অপরিচিত মনে হচ্ছে জানিনা কে বা কারা হত্যা করেছে। এ বিষয়ে পাবনা সদর থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান সকাল নয়টার দিকে ফোন কল পেয়ে আমরা গিয়ে লাশ উদ্ধার করি।
কয়েকদিন আগে কে বা কারা এই হত্যাকান্ড সংঘটিত করেছে লাশটা ফুলে গিয়েছে তাই তাৎক্ষণিক পরিচয় জানা সম্ভব হয়নি, এমনকি লাশের অবস্থা খারাপ হওয়ায় ফিঙ্গার প্রিন্ট নেওয়াও সম্ভব হয়নি, লাশ থানায় এনে ময়না তদন্ত করা হবে, মেডিকেল রিপোর্ট পেলে হয়তো কারন জানা যাবে ইতিমধ্যে পিবিআই কে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।