বুধবার ২জুলাই দুপুর ২:৩০ মিনিট পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন এ একটি ভাড়া বাসায় অরিয়ন ডিফেন্স কোচিং নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। সহকারী কমিশনার ভূমি পাবনা সদর মুরাদ হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ কোচিং পরিচালনাকারী
আসামি আল আমিন সাবেক সেনা সদস্য। সে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়ন এ একটি ভাড়া বাসায় অরিয়ন ডিফেন্স কোচিং নামে একটি অনুমোদনহীন প্রতিষ্ঠান চালায় যেখানে সারাদেশের বিভিন্ন স্থান হতে ছেলে মেয়েরা ঐ আল আমিন এর ফেসবুক পেজের বিভিন্ন প্রলোভনমূলক প্রচারণা দেখে প্রশিক্ষণ নিতে আসছে। আল আমিন ঐ প্রতিষ্ঠান এ আগত মেয়েদের ইভটিজিং ও বিভিন্নভাবে শারীরিক হেনস্তা করে এবং একটি মেয়ে এই বিষয়ে মোবাইল কোর্ট এ বিষয়ে লিখিত অভিযোগ করলে এ ঘটনার সত্যতা পাওয়া যায়। দীর্ঘদিন ধরে এই ধরনের কার্যকলাপ চালানোর অভিযোগে পাবনা চর বাংগাবাড়িয়া, হেমায়েতপুর, মো: জুমারত আলী মন্ডল এর ছেলে আল আমিন, কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।