লকাঠি-১ আসনে গণ অধিকার পরিষদের সম্ভাব্য প্রার্থী হুসাইন মুহাম্মদ শাহদাৎ বলেছেন, “পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি আপনারা ভয় পান কেনও ?”বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় ৩নং রাজাপুর সদর ইউনিয়নের প্রধান কার্যালয়ে উপজেলা আহ্বায়ক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে তিনি বড় দলগুলোর উদ্দেশে এ কথা বলেন।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতি চালু হলে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হবে এবং রাজনৈতিক প্রভাবশালী গোষ্ঠীর একচেটিয়া আধিপত্য ভেঙে যাবে।
সভায় রজাপুর উপজেলার ৬ টি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।