'সবুজে সাজাই বাংলাদেশ'এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে এবং বাংলালিংক মোবাইল নেটওয়ার্ক কোম্পানি এর সহযোগিতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৪০০ জন শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এদের মধ্যে আম,জাম, লিচু,কাঁঠাল,পেয়ারা,লেবু, অর্জুন,নিম,বকুল উল্লেখযোগ্য। এসব গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজের আঙ্গিনায় ও রোপন করা হয়।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলাউদ্দিন ভূইয়া(জনী), প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম, এ রব্বানী ফিরোজ,প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা ও জেলা মহিলা পরিষদের সম্পাদিকা খালেদা আক্তার হেনা,কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. কাদিরুল মুক্তাদির,প্রকৃতি ও জীবন ক্লাবের সভাপতি মো. এনায়েত কবির খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী,অভিভাবক ও সাংবাদিকবৃন্দ।