গত বুধবার পিরোজপুর সদর উপজেলার মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ বন অধিদপ্তর ও বরিশাল বিভাগের পরিবেশবাদী ও মানবতাবাদী সংগঠন সমূহের সংগঠন “পরিবর্তনে আমরা” এর সহযোগীতায় এবং  সংগঠনটির প্রধান উপদেষ্টা বাংলাদেশ বন অধিদপ্তরের যশোর সার্কেল এর বন সংরক্ষক জনাব এসএম জহির উদ্দিন আকন মহোদয়ের দিক নির্দেশনায় “শিশুদের অংশগ্রহণে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণ” এই স্লোগানে বন্যপ্রাণী ও পরিবেশ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। 

এ্যানিম্যালস লাভার্স অফ পিরোজপুর এর সমন্বয়ক জনাব অরিত্রা মৃধা জয়ী এর সঞ্চালনা ও পরিচালনায় ক্যাম্পেইনটিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বন অধিদপ্তরের পিরোজপুর রেঞ্জ কর্মকর্তা জনাব নির্মল কুমার দত্ত, মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নীলিমা রায় এবং ঐ স্কুলের সহকারী শিক্ষক জনাব শাহনাজ পারভীন। স্কুলটির সকল ছাত্রছাত্রীর অংশগ্রহণে প্রশিক্ষণ ক্যাম্পেইনটিতে বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে প্রাথমিক স্কুল পর্যায়ের ছাত্রছাত্রীদের ভূমিকা এবং কিভাবে তারা বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষা করবে এ বিষয়ে তাদের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।