ঘটনা ২০১১ সালের ৪-ঠা মে সকাল ০৬:০০ টার দিকে।

ঘটনা ২০১১ সালের ৪-ঠা মে সকাল ০৬:০০ টার দিকে। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার তুলশীপুর গ্রামের বাসিন্দা মোঃ ফেরাজুল ইসলাম। তিনি বলেন বাংলাদেশ পুলিশের‌ প্রতি আমার অফুরন্ত ভালবাসা ও শ্রদ্ধা রয়েছে, আমি দৈনিক মুজুরীর উপর বীরগঞ্জ থানা অফিসের ফুল, ফল, ও সবজি বাগানের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করতাম। তিনি আরও বলেন যে বাকি জীবনে সব সময় বাংলাদেশ পুলিশের সেবা করবেন। তিনি দীর্ঘদিন যাবত বীরগঞ্জ থানা মার্কেটের একটি দোকানের কর্মচারীও ছিলেন। বাংলাদেশ পুলিশের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হয়ে তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার বীরগঞ্জ সার্কেল মোঃ মোশারফ হোসেন ও বীরগঞ্জ থানা মার্কেটে একটি ছোট্ট চায়ের দোকানের ব্যবস্থা করে দেন।তৎকালীন বীরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান এর অফিস রুমে আগুন, ভাঙচুর ও থানা কম্পাউন্ডে থাকা মাইক্রোবাস সহ ০৮-১০টি মোটর সাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় বিভিন্ন দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী অফিসারসহ  ওসি আকতারুজ্জামান তাকে মোবাইল ফোনে ডেকে নেন। থানার ভিতরে গেলে তিনি তাকে তার পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উপদেশ দিল