শনিবার দুপুরে জামালপুরে সরিষাবাড়ী পৌরসভার সরিষাবাড়ী আর বিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌর বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপি ও পৌর বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালে সরিষাবাড়ী পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সম্মেলনে আব্দুল বারী সভাপতি ও আশরাফউদ্দিন ফকির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৭ বছর পর আজ শনিবার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন করা হয়।
উদ্বোধক হিসেবে সম্মেলন উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার। সম্মেলনে সভাপতিত্ব করেন পুরো বিএনপির সভাপতি উপাধ্যক্ষ আব্দুল বারী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলি মামুন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান, সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদ। দ্বি-বাসিক সম্মেলনে সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান।
প্রথম পর্যায়ে আলোচনা শেষ করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে।
সভাপতি পদে ফয়জুল কবির তালুকদার, গোলাম রব্বানী , সাধারণ সম্পাদক পদে সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ফকির ও জহুরুল ইসলাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার বলেন, দুই যুগ পর সরিষাবাড়ী পৌর বিএনপির দ্বীপ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে পৌরসভার নয়টি ওয়ার্ডের ৬৩৯ জন ভোটার মোট গ্রহনের অংশগ্রহণ করছেন।
এ রিপোর্ট পাঠানো পর্যন্ত ভোটগ্রহণ চলতেছিল।