জাতীয় সাপ্তাহিক বিশ্ব মিডিয়া ২৬ জানুয়ারি "বেতাগীতে স্বর্ণকার থেকে হাতুরে চিকিৎসক প্রশাসনও নীরব দর্শক পর্ব-১' শিরোনামে ও বিভিন্ন  সংবাদপত্রে  প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বেতাগী  সদর উপজেলার ভিলেজ ডাক্তার মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন- আমি একজন ভিলেজ ডাক্তার হিসেবে দীর্ঘদিন যাবত সাধারণ মানুষের সেবা করে আসছিলাম। তবে কিছু ব্যক্তিগত স্বার্থে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার করা হয়েছে,  প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক। সংবাদে উল্লিখিত বৈধ কোন সার্টিফিকেট নেই। পল্লী চিকিৎসকের কোন সার্টিফিকেট নেই। কোন প্রশিক্ষণ প্রাপ্ত না এই কথাগুলো ভিত্তিহীন ও বানোয়াট। একটি স্বার্থান্বেষী মহলের প্ররোচনায় এ মিথ্যা সংবাদের অবতারণা করা হয়েছে শুধু আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার পাশাপাশি আমার ক্ষতি করার জন্য। স্থানীয় লোকজনও এর  প্রতিবাদ জানিয়েছেন। ১) মোঃ মিন্টু (৪৩) বেতাগী বাস স্ট্যান্ড। ২) আলী আহসান বাবু (৪৫) বেতাগী বাজারের ব্যবসায়ী। ৩) সালমা (৩২) ঝোপখালী।  অসংখ্য নানা শ্রেণীর  পেশার মানুষ এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং এই মিথ্যা সংবাদ প্রকাশের কারণে এলাকায় ব্যাপক ক্ষোভ  এর সৃষ্টি হয়েছে।