সাতক্ষীরা জেলা আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নকে আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় ইউনাইটেড একাডেমী প্রতাপনগর মাধ্যমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। প্রতাপনগর এপিএস ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মুজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ সামসুল আরেফিন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওঃ নুরুল আবসার মুরতাজা, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, ইউনিয়ন জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি স ম আক্তারুজ্জামান, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিল্লাহ, সাবেক ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মাষ্টার আলমগীর হোসেন, ইউপি সদস্য আব্দুর রউফ প্রমুখ। এছাড়া প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ বদরুল আলম, প্রধান শিক্ষক আলহাজ্ব রিয়াছাত আলী, প্রধান শিক্ষক মাওঃ শফিকুল ইসলাম, ইউনিয়ন জামায়াতের সাবেক আমির মাওঃ রিয়াছাত আলী বিশ্বাস, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওঃ আল আমিন, হাফেজ মাওঃ কামাল হোসেন, কুড়িকাহুনিয়া মহিলা মাদ্রাসা সুপার মাওঃ আদম শফি উল্লাহ, প্রধান শিক্ষক বাবু জয়দেব কুমার দাস, সহ স্থানীয় এলাকার সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী ইউনিয়নের ৬টি খেয়াঘাটের কোনটি পাকা হয়নি, দ্রুত পাকাকরণ, সরকারি কবরস্থান, চাকলা-প্রতাপনগর সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করণ, ৩টি স্লুইস গেট নদীতে ভেসে গেছে, গেট পুনঃ নির্মান করা, সকল বেড়ী বাঁধ টেকসই ভাবে নির্মান ব্যবস্থা করার দাবী জানান।